By Sumit Ranjan Das | ৪:০১ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

পুরোনো সম্পর্ক

পুরোনো সম্পর্কগুলো
আজো আমাকে নিয়ে খেলা করে
যতবার আমি সব ভুলে যেতে চাই
ঠিক মনে পড়িয়ে দেয় আমাকে  -
পূর্বপুরুষের সাথে আমার নাকি খুব মিল ছিল।
বিকেলের আয়নায় সেই মিল খুঁজতে গিয়ে
হারিয়ে যাই বোসন কনার থিওরীতে
ভরহীন হয়ে যেতে যেতে ভাবি
দোতলার চিলেকোঠা ঘরে একটা টেবিল
নীল রঙের মলাট দেওয়া খাতার পাতায়
বেহিসাবী কিছু লেখাগুলো
বেসুরো গলায় আমায় যেন ভেংচি কাটতো,
কেবল একটা পাতায় লেখা ছিল -
এসেছি, আমার কথা রেখেছি;

আজো আমি বসে কেবল পাতা ওলটাই
নীল মলাটের খাতায়
যদি কোন দিন দেখি নতুন একটা লাইন,
কাঁপা কাঁপা হাতে -
দেখো সত্যিই আমি এসেছি, তোমার কাছে।

Read more
By Sumit Ranjan Das | ৪:০১ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

বাইশে শ্রাবণ

বাইশে শ্রাবণ // সুমিত রঞ্জন দাস

কাঞ্চনকামিনীর সাথে মিশে যাচ্ছে সনাতনী প্রভাত
বাতাসে ডিজেলের গন্ধ, ট্রামের ঘন্টা ...

চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছে ছাতিমতলা
কালোবাড়ি, হিমশীতল অপেক্ষা...
কিছু বুঝে ওঠার আগেই শব্দের মিছিলে
শ্লোগান মুখর -
চিত্রাঙ্গদা, খোলা চুল...
আরন্যক প্রেম উত্তরায়ন প্রাঙ্গনে;
বার্ধক্য, সেতো মনের গভীরে!
নিঃশব্দে কনীনিকায় অশ্রু গড়ায়
নিমগ্নতার আড়ালে তলিয়ে যায়
সমালোচকের ছদ্মবেশ।

সকাল থেকেই তোড়জোড়
অন্দর আর আঙিনা দুটোতেই দেবদারু
হলুদফুলের তোড়ায় ছোট্টশিশুটির কত আবেগ
কবিদাদু পরবে তার রতনহার।

সরকারী মননের পালা সন্ধ্যায়,
মিলিয়ে যায় জীবনানন্দের ইঁদুর-ধান-মাটি
হাইরাইজের লিফটের ব্যস্ততা
ঘনঘন বিদ্যুত-সংকট,
সবুজ কার্পেটের তলা থেকে বেড়িয়ে পড়ে
অন্দরমহলের শুকতারা,
কাজুফেণী আর বেলফুলে
উদ্দাম শ্বাস ফেলে বিছানায়
ধ্বংস হয় তাবড় সেবকের রবীন্দ্রপ্রীতি;

তখনও মায়াবী রাত্রির সিগন্যাল পোস্টের কারসাজিতে
বেজে ওঠে -
    "আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
    তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।"

Read more
By Sumit Ranjan Das | ৪:০১ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

সুমিত রঞ্জন দাস

পরিবর্তন // সুমিত রঞ্জন দাস

নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে গেল
একেবারে নতুন অ্যামেন্ডমেন্ট
ভাড়াটে আইন বদলে গেল
বাড়িওলা পড়লো বিপাকে,
এখন আর সমকামী বেআইনী নয়
তিন লাখে কোন ট্যাক্স দিতে হবে না
সব আছে, সব বলা আছে,
ডিভোর্স পেতে গেলে
দু'বছর একা থাকতে হবে
চেষ্টা করে দেখুন দাদা ভাগ্য যদি খোলে
দেখলেই কিনতে হবে না -
অনেকক্ষন ধরে চিৎকার করে
লোকটা বই বিক্রি করছিল;
আমি কাছে গিয়ে বললাম -
দাদা নতুন কিছু, রবীন্দ্রসংগীত ...
লোকটা বলে উঠলো -
আছেতো, আপনি দেখেন নি,
রবীন্দ্রনাথ তো এখন পালটে গিয়ে
নতুন কায়া - কালপুরুষ হয়ে গেছে,
দোহার মতিস্বর না মতিভ্রম,
বলিউডি হিন্দিতেও পাবেন রবীকিরন
কালে কালে কত দেখবো
হুঁহু বাবা, একেই বলে পরিবর্তন।

Read more
By Sumit Ranjan Das | ৪:০০ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

পাখি

পাখি
বিধান সাহা
---------

রুমের ভেতর রঙ, রুমের ভেতর মনগড়া এক পাখি
এক টানেতে এঁকেই দেখি করছে ডাকাডাকি
পাখিটির নাম মেঘ, পাখিটির মনে গোপন স্বপ্ন বোনা
পাখির পিছে ছুটেই দেখি ভীষণ সম্ভাবনা

ওদিকে এক অবাক করা পথ, পথের উপর ঘাতক অন্ধকার
যে যাহারা খুঁজছে বিজয় পথ, ঘাতক তাদের ডাকছে বারংবার

কিন্তু আমার রুমের ভেতর রঙ, আমার আছে দুধসাদা ক্যানভাস
আমার আছে মনগড়া সেই পাখি, সকাল-দুপুর-সন্ধ্যা-রাত্র তাহার সাথে থাকি
সে কারণেই পথ থেকে খুব দূরে
পথ-বিপথের ধার না ধেরেই চিহ্ন রেখে রেখে,
যাচ্ছি একা পাখির মতো উড়ে, যাচ্ছি একা অজানা বৈদেশ
আমার পাখি অন্তরেতে থাকে, পাখি আমার আমার ছদ্মবেশ।

Read more
By Sumit Ranjan Das | ৪:০০ PM
Posted in: | 2 মন্তব্য(গুলি)

স্বাধীনতা না বিলাসিতা

স্বাধীনতা না বিলাসিতা

গদিআঁটা বিছানা থেকে আজ সকালে ঘুম ভেঙে
      সন্তর্পনে পা রাখলাম - স্বাধীন দেশের মাটিতে,
            বৃষ্টিভেজা বাতাসে তখনও পরিচিত সোঁদা মাটির গন্ধ;

কান পেতে থাকলেও ভেসে আসছে না
      দেশ উদ্ধারকারী শহীদের চোরাগোপ্তা ফিশ্ ফাশ
            শব্দযন্ত্রে কেবল দেশাত্মবোধক বৃন্দ গানের ছন্দ।

আজ যে স্বাধীনতা দিবস - আমাদের সবার ছুটির দিন।

পাড়ার হোটেলের ছোট্ট নবাবী
           মানতেই চায় না, ভুলে যেতে চায় বারবার,

সকাল থেকে কম সে কম দুশো প্লেট না ধু‌`লে
      মিটবে না তার ক্ষুধা পেটের আবদার -
           দিনের শেষে জুটবে না এক মুঠো খাবার।

আস্তাকুঁড়ের ছাইগাদা থেকে কুকুরটা
আড়মোড়া ভেঙে হাই তুলে চলে যায়,
     এক মুঠো ভাতের স্বাধীনতা কি তবে সবার জন্য নয় ?
          নবাবী ভাবে - এই বিলাসিতা যদি কোনদিন তার হয় ...

তেরঙার সাদা হয়ে ওঠে কালো - বিকেলের সূর্য তখন ক্ষীণ।

সুমিত রঞ্জন দাস

Read more
By Sumit Ranjan Das | ৩:৫৯ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

সৈয়দ সাইফুর রহমান সাকিব

সৈয়দ সাইফুর রহমান সাকিব
উপহার

গতকাল বলেছিলাম শয্যাশ্রমের
কথা। ক্ষণকাব্য রচনায়
সুচতুর শব্দের চুমুক। ধূর্ততার
তিক্ত স্বাদ।
আর সেটা ছিল
অনাবিস্কৃত লিপির মত
ঠাই খুঁজে যাওয়া। রাজি আছ!
তাহলে বলবো
এভাবেই প্রতারিত হলে!
অচেনাকে চিনতে চিনতে
এখন তুমিও ক্রীতদাস। আড়ম্বর
মধ্যরাতের বৈচিত্রে মুগ্ধ
করো শুষ্ক উম্মাদনা। কবিতা প্রতাপ
ফুরিয়ে যাবার পর নীল
শিরা জল থেকে সূর্য্য
উদয় হলে বুকের তটে পুরাতন
স্মৃতি তোলে তীব্র খরস্রোত।
বৃথাই জ্বালালে আগুন। এবার
তোমাকে ছেড়েই দিতে হবে।
ভালই থাকবে আশা করি!
যাবার বেলায় তোমাকে কি খালি হাতে
যেতে দেয়া যায়!
সত্যি চমৎকার! তুলে রেখো কিন্তু
এই অসামান্য মৃত্যু।

Read more
By Sumit Ranjan Das | ৩:৫৯ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

ভেবে দেখিনি ...

ভেবে দেখিনি ...

ছুটছে মানুষ ছুটছে দেখো
জোয়ার ভাটায় কিসের টানে
এই শহুরে বাঁচা বুঝি
তাদের কাছে অন্য মানে
কে যে সুখী কে বা দুখী
মাপার কোন নেই যে আলো
শরীর বেচে জীবন কাটায়
আঁধার বুঝি তাদের ভালো

ছুটছে মানুষ ছুটছে দেখো
এবার বুঝি ক্ষান্ত দেবে
দু'মুঠো ভাত বিলোয় দেদার
ভাবছো তুমি সবাই পাবে
গাড়ির কাঁচে ধুলো পড়ে
ঝেড়ে কেউবা জীবন সারে
মাপকাঠিতে যায় না ধরা
এক আগুনে সবাই পোড়ে

ছুটছে মানুষ ছুটছে দেখো
সার্কাসেরই রিংএ চড়ে
বাঁদর সেথা হাততালি দেয়
মানুষ বুঝি ভয়ে মরে
রূপকথারা গল্প শোনায়
মিহিসুরে বেহাগ তানে
আমি তখন সুর খুঁজি ভাই
এই কথারই অন্য মানে

Read more